নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার এওয়ার্ড পেলেন ফখরুল ইসলাম দেলোয়ার।
শনিবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার নির্বাহী কমিটির মাধ্যমে বেষ্ট কমিউনিটি লিডারব প্রক্লোমেশন প্রদান করা হয়। তিনি নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, নিউইয়র্কে বাংলাদেশীদের সর্ববৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারের দুইবারের নির্বাচিত জয়েন্ট সেক্রেটারি ও নিউইয়র্কে বাংলাদেশী মালিকানা প্রথম ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ব্রাদার্স’র দায়িত্বে রয়েছেন। সিলেট বিয়ানী বাজার খাসারি পাড়া ফাতেমা পরিবারের কনিষ্ঠ সন্তান ফখরুল ইসলাম দেলোয়ার ৩ যুগেরও বেশি সময় ধরে নিউইয়র্কের কমিউনিটি সেবায় কাজ করছেন। মার্কিন মুল্লুকে জন্ম নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত তরুনদের সংঘটিত করে কমিউনিটি সেবায় মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। নিউইয়র্কে ইমিগ্রেন্ট কমিউনিটির ডেমোক্রেট দলীয় তরুন নেতা ফখরুল ইসলাম দেলোয়ারের সম্মাননাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড ট্রাষ্টি চেয়ারম্যান ডা: নাজমুল হাসান খান, সেক্রেটারি আফতাব মান্নানসহ নির্বাহী কমিউনিটি মুসল্লী কমিউনিটি নেতৃবৃন্দ৷ বেষ্ট কমিউনিটি লিডার এওয়ার্ড প্রাপ্তিতে ফখরুল ইসলাম দেলোয়ার কে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, ডেমোক্র্যাট ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরীসহ নিউইয়র্কে সাংবাদিক, সুশীল সমাজ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের আশা সেবা ও সাহসিকতায় নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যুব সংঘঠক ফখরুল ইসলাম দেলোয়ার।

নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার এওয়ার্ড পেলেন ফখরুল ইসলাম দেলোয়ার
by
Tags:
Leave a Reply