ডেস্ক রিপোর্ট :
জাতীয় ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব।’
আজ সোমবার (৩১ মার্চ) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রতিটি পর্যায়ে গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস আরও বলেন, ‘আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুসল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।’ এ সময় তিনি প্রবাসীদেরও জাতির পক্ষ ঈদের শুভেচ্ছা জানান।
এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান।
ঈদের নামাজ ও প্রধান উপদেষ্টার বক্তব্যের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি জাতীয় ঈদগাহ ময়দানে আসেন। তারা লম্বা লাইন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তল্লাশি শেষে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন।
এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়। এখানে উপদেষ্টা পরিষদের সদস্য ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন। তবে ধারণক্ষমতার চেয়ে বেশি মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেন। জাতীয় ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply