ডেস্ক রিপোর্ট :
গাযায় ইযরায়েলি হামলার প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীদের ইহুদী বিদ্বেষী এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহারে তাদের ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত তিনশ’রও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ডিপার্টমেন্ট অফ স্টেইট। প্যালেস্টাইনে ইযরায়েলি হামলার প্রতিবাদ করায় এখনো পর্যন্ত তিনশ’রও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে স্টেইট ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসন এসব প্রতিবাদ কর্মসুচিকে ইহুদীবিদ্বেষী এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই দেখছে।
পিএইচডি অধ্যায়নরত এক শিক্ষার্থীকে আটক করে তার ভিসা বাতিল করার বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাসাচুসেটস স্টেইটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে, এক সংবাদ সম্মেলনে স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও আবারো জানিয়েছেন, প্যালেস্টাইনপন্থী প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল প্রক্রিয়া অব্যাহত থাকবে।
শুধু শিক্ষার্থীরাই নয়, সন্ত্রাসী কর্মকান্ডে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন রুবিও
দেশের মানুষদের নিরাপত্তার স্বার্থে, যথাযথ তদন্তের মাধ্যমে ভিসা বাতিলের এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন স্টেইট ডিপার্ট্মেন্টের মুখপাত্র টমি ব্রুস।
শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম বাধ্যতামূলক অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ব্রুস।
টমি ব্রুস আরো বলেন, সন্ত্রাসবাদ বা জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে, এমন যেকোনো কার্যকলাপের প্রমাণ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ব্রুস মনে করেন, প্রতিটি ভিসা সিদ্ধান্ত আসলে একেকটি নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply