ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

ডেস্ক রিপোর্ট :
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হলেও জয় না পাওয়ার আক্ষেপ ছিল হামজা চৌধুরীর। ইংল্যান্ডে ফিরে সেই আক্ষেপ মিটিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। কভেন্ট্রি সিটি এফসিকে হারিয়ে ক্লাব ফুটবলে ফিরলেন জয়ের ধারায়।

শুক্রবার (২৮ মার্চ) রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচের কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড। গোল না পেলেও দারুণ খেলেন হামজা। ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্ত মাঠেই ছিলেন তিনি। পরবর্তীতে তাকে উঠিয়ে নেয় কোচ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শেফিল্ড।

গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি শেফিল্ডকে। ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। দলটির হয়ে গোল করেন গুস্তাভো হামের। প্রথম গোলের পর দ্বিতীয় গোলের জন্য মাত্র ১১ মিনিট অপেক্ষা করতে হয় শেফিল্ডকে। এবার স্কোরশিটে নাম লেখান তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

বিরতির পর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শেফিল্ড। ৬২তম মিনিটে রুহিয়ান ব্রুস্টারের গোলে ৩-০ ব্যবধানে লিড নেয় শেফিল্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করে ব্যবধান কমায় কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন হামজারা।

৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে শেফিল্ড। সরাসরি প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে হামজার ক্লাব। ২৪ দলের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ৪৬টি করে ম্যাচ খেলবে। শেফিল্ডের আর সাতটি ম্যাচ বাকি আছে। আগামী ৫ এপ্রিল খেলবে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *