গাজায় নিহত আরও ৪০, খাবার মজুত মাত্র দুই সপ্তাহের

ডেস্ক রিপোর্ট :

গাজার আকাশে যেন মৃত্যুর ছায়া, বাতাসে ক্ষুধার আর্তনাদ। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার খাদ্যের মজুত প্রায় শেষ। আর মাত্র দুই সপ্তাহের খাবার অবশিষ্ট রয়েছে, যেখানে লাখ লাখ মানুষ ক্ষুধার জ্বালায় ধুঁকছে, অপুষ্টিতে ভুগছে। খবর আরব নিউজের।

ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় সংস্থাটির কাছে মাত্র ৫ হাজার ৭০০ টন খাদ্য মজুত রয়েছে, যা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ ধরে কার্যক্রম চালানো যেতে পারে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ভোর থেকেই উপত্যকায় তাণ্ডব শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বাইত লাহিয়া, রাফাহ, খান ইউনিসসহ উপত্যকাজুড়ে বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এফ–১৬ যুদ্ধবিমান থেকে আবাসিক ভবন ও শরণার্থী শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ করা হচ্ছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, নতুন করে চালানো ইসরায়েলি অভিযানের ফলে মাত্র সাত দিনে ১ লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একইসঙ্গে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন নিষেধাজ্ঞার কারণে খাদ্যের মজুত দ্রুত কমে আসছে।

 

অন্যদিকে ডব্লিউএফপি জানায়, খাদ্য নিরাপত্তায় কাজ করা অন্যান্য সংস্থাগুলোর মতো তারাও তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় নতুন করে খাদ্যের চালান আনতে পারেনি।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের ওপর চাপ সৃষ্টির জন্যই এই অভিযান চালানো হচ্ছে। এতে গাজার মাটিতে ঝরছে সাধারণ মানুষের রক্ত, তাদের কান্নায় ভারী হচ্ছে আকাশ। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হন ৫০ হাজার ২০৮ জন গাজাবাসী, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *