বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে যারা

ডেস্ক রিপোর্ট :
লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে, আর্জেন্টিনা প্রথম দল নয়। আসন্ন ফিফা বিশ্বকাপে প্রথম দল হিসেবে মূলপর্বে পৌঁছেছে জাপান।

আর্জেন্টিনা, জাপান ছাড়াও বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে আরও দুদল। স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ৭ দল পেল সবুজ সংকেত। এশিয়া থেকে মূলপর্ব নিশ্চিত হয়েছে জাপান ও ইরানের। কনমেবল থেকে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড।

আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ধিত কলেবরের বিশ্বকাপ। প্রথমবারের মত বিশ্বকাপে খেলবে ৪৮টি দল। স্বাগতিক হওয়ায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। ৪৮ দলের আসরে বাকি ৪৫ দলকে পার হতে হবে বাছাইপর্ব।

এর আগে বুধবার (২৬ মার্চ) মাঠে নামার আগে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বুয়েনস আয়ার্সে ম্যাচ শুরুর আগেই খবর আসে, বলিভিয়া তাদের ম্যাচে জিততে পারেনি। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপে তাই সবার আগে পৌঁছে যায় আর্জেন্টিনা। এই সুখবর শুনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল এবং তুলে নেয় বড় জয়

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *