চাইলে বাসায় ফিরতে পারবেন তামিম

ডেস্ক রিপোর্ট :
মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ দেশসেরা ওপেনার বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। পরে জানা যায় হার্ট অ্যাটাক। সেই সময়ের থমথমে পরিস্থিতি সামাল দিয়ে অবশ্য এখন ভালো আছেন তামিম। হার্টে পরানো হয়েছে রিং। সাভারের কেপিজে হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ঢাকার এভারকেয়ারে।

এভারকেয়ারে চিকিৎসাধীন তামিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন তার চাচা আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান আজ বুধবার (২৬ মার্চ) মিরপুরে মাঠে নামেন স্বাধীনতা দিবসের বিশেষ ম্যাচ খেলতে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের অবস্থা জানান সাবেক এই অধিনায়ক।

আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। যেভাবে আছে, যদি আরও ২/৩ দিন থাকে, তাহলে আমরা তাকে বাসায় নিয়ে আসতে পারব। তার চিকিৎসা যা হওয়ার হচ্ছে। তবে, পরিবারের সিদ্ধান্তের পর আমরা যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাব। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিন্তামুক্ত হতে চাচ্ছি আমরা।’

সাভারের কেপিজে হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় এভারকেয়ারে আনা হয় তামিমকে। প্রথমে অবশ্য বলা হয়েছিল, ঢাকায় যেতে তামিমের আরও কয়েকদিন লাগতে পারে। পরে অবস্থার উন্নতি হলে ডাক্তাররা ঢাকায় আসার ছাড়পত্র দেন বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তিকে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *