ডেস্ক রিপোর্ট :
একবার নয়, পরপর দুইবার হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল! খবর চাউর হতেই তার স্বাস্থ্যের উন্নতির জন্য রোজার মাসে প্রার্থনায় ভেঙ্গে পড়ে ক্রিকেট বিশ্ব। মুহূর্তেই সারা ক্রিকেটাঙ্গনের প্রার্থনার কেন্দ্রস্থলে পরিণত হন তামিম। আর আজ মঙ্গলবার জানা গেছে তামিমের অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে।
গণমাধ্যমকে তামিমের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। তিনি জানান,‘‘এখন পর্যন্ত স্থিতিশীল আছেন তামিম। আপাতত ঘুমাচ্ছেন তিনি।’ আর মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, ‘এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।’
এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে গিয়ে হার্টে ব্যথা অনুভব করেন তামিম। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আসার জন্য হাসপাতাল ছাড়লে পথিমধ্যেই পরপর দুবার হার্ট অ্যাটাক করেন তিনি। যে কারণে আবারো সাভারের কেপিজি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে ব্লক অপসারণে হার্টে রিং পরানো হয় তাকে।
এদিকে তামিম অসুস্থ হওয়ার পরে তার দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দলও অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। আর লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply