‘তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি কতটা ভালোবাসে’

ডেস্ক রিপোর্ট :
তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আরও ৪৮ ঘণ্টা কেপিজি বিশেষায়িত হাসপাতালে থাকতে হবে।

তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের অনেক ক্রিকেটার প্রার্থনা করেছেন। দেশের কিংবদন্তি ওপেনারের অসুস্থতায় পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাকে দেখতে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে সাভারের হাসপাতালে ছুটে গেছেন সভাপতি ফারুক আহমেদও। তামিমকে সুস্থ করতে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিসিবির সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে বলেছেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক ও বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞ। তামিমকে নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রমাণ করে যে জাতি তাকে কতটা ভালোবাসে। তামিমের স্বাস্থ্য পরিস্থিতির আপডেট জানার জন্য প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ নিয়মিতভাবে খোঁজ-খবর রাখছেন।’

ফারুক আহমেদ আরও জানিয়েছেন, তামিমের দ্রুত সুস্থতার জন্য বিসিবি সব ধরনের সহায়তা প্রদান করবে। তিনি বলেন, ‘তামিমের শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় তার মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তার দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহায়তা প্রদান করবে।’

আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাকে কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার হৃদয়ে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *