হামজার কন্ঠে কোচের প্রশংসা

ডেস্ক রিপোর্ট :
একদিকে হামজা চৌধুরীর আগমন, অন্যদিকে ফাহমিদুল ইসলামের চলে যাওয়া। দেশের ফুটবলে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। বিশেষত, ফাহমিদুল ইস্যুতে রীতিমতো খলনায়ক বনে গেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

এমন পরিস্থিতির ডামাডোলেই আজ বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল দলের সংবাদ সম্মেলন। কোচ কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন হামজাও। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হামজা কথা বলেন নানা বিষয় নিয়ে। উঠে আসে কোচের প্রসঙ্গ। যেখানে কাবরেরাকে প্রশংসায় ভাসান এই ফুটবলার।

কাবরেরা প্রসঙ্গে হামজা বলেন, ‘আমার মনে হয় তিনি চমৎকার। তিনি অনেক পরামর্শ দিয়েছেন আমাকে। দলের জন্য যা ভালো হয় সেটিই করেন সবসময়। তিনি অনেক পরিশ্রমী।’

হামজার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচও। কাবরেরার মতে, দলের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নেবেন হামজা। বাকিদের অসুবিধা হবে না তার সঙ্গে মানিয়ে নিতে। সবাই মিলে একটা দল হয়ে ভালো কিছু উপহার দেওয়া যাবে। ভারতকে হারানোর ব্যাপারে বেশ প্রত্যয়ী কাবরেরা।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *