জীবনযাত্রার ব্যয় বেড়ে হিমশিম খাচ্ছে নিউইয়র্কবাসী

ডেস্ক রিপোর্ট :
নিউইয়র্কের বাসিন্দারা ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের চাপে পড়েছে। ডিমসহ প্রায় সব ধরনের মুদিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে অনেকেই আর্থিক সংকটে পড়ছেন। এই পরিস্থিতিতে অর্ধেকের বেশি অধিবাসী খাবার কেনার জন্য অতিরিক্ত ঋণের আশ্রয় নিচ্ছেন।

“নো কিড হাঙ্গরি নিউইয়র্ক” পরিচালিত এক জরিপে উঠে এসেছে, গত এক বছরে নিউইয়র্কের ৫৩ শতাংশ মানুষ আগের চেয়ে বেশি ঋণ নিয়েছে। সংস্থাটির পরিচালক রাচেল সেবেলা জানান, অনেক পরিবার তাদের অবসর সঞ্চয় থেকে অর্থ তুলতে বাধ্য হচ্ছে। জরিপে অংশ নেওয়া ১,৫৯৬ জনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখা গেছে, তারা চরম আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি আরও বলেন, অধিকাংশ পরিবার খাবারের খরচ মেটাতে ক্রেডিট কার্ডের সীমা শেষ পর্যন্ত ব্যবহার করতে বাধ্য হচ্ছে। নিউইয়র্কের ৮৬ শতাংশ অধিবাসীর মতে, তাদের আয়ের তুলনায় খাবারের দাম দ্রুত বেড়ে চলেছে।

এদিকে, ফেডারেল সরকার যখন বিনামূল্যের স্কুল মিল ও গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা কর্মসূচি সংকুচিত করার পরিকল্পনা করছে, তখন এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

অর্থনৈতিক এই চাপ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ নিউইয়র্কবাসী জানিয়েছেন, মূল্যবৃদ্ধির কারণে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে, আর ৫২ শতাংশ বলছেন, তারা আগের তুলনায় এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হিসপানিক পরিবারগুলো। জরিপ অনুযায়ী, তাদের ৭৩ শতাংশ পরিবার সদস্যদের জন্য খাবার সংগ্রহ করতে অতিরিক্ত ঋণ নিচ্ছে, আর ৬৮ শতাংশ জানিয়েছে, খাবারের উচ্চমূল্যের কারণে তাদের শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *