অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

ডেস্ক রিপোর্ট :
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পর এবার অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আজ বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ মামলায় লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির।

মামলার বিবরণে জানা যায়, বাসায় লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অভিযোগে লুৎফুজ্জামান বাবরকে ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল ১৭ বছরের সাজা প্রদান করে।

আসামি পক্ষে অ্যাডভোকেট শিশির মনির খালাসের বিষয় তুলে ধরে বলেন, যৌথবাহিনী উনাকে গ্রেফতারের সাত দিন পর উদ্দেশ্যমূলভাবে এই মামলা দায়ের করা হয়। মামলার এজহারে বলা হয়, একটি লাল-কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না।

শিশির মনির আরও বলেন, যেই জিডিমূলে উনাকে গ্রেফতার করা হয়, আদালতে দরখাস্ত দেওয়া সত্ত্বেও সেই জিডি বিচারিক আদালতে প্রদর্শন করা হয়নি।
এ ছাড়া আসামিপক্ষ থেকে ঘটনার দিন ওই বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আদালতে উপস্থাপনের জন্য বারবার আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। মূলত যৌথবাহিনীর কয়েকজন সদস্য উল্লিখিত লাল-কালো ব্যাগ হাতে নিয়েই বাসায় প্রবেশ করে। মামলায় দুজন নিরপেক্ষ সাক্ষী রয়েছে। দারোয়ান ও ওয়েল্ডিং মিস্ত্রি। তারা সাক্ষ্য প্রদানকালে বলেন, তাদের সামনে জব্দ করা হয়নি। শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে।

এটিভি বাংলা /  হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *