ডেস্ক রিপোর্ট :
হবিগঞ্জের বাহুবলে নিজ গ্রাম স্নানঘাটে অসহায় দরিদ্রদের ১০ লাখ টাকা দিয়েছেন ইংলিশ ফুটবল তারকা হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে খেলতে দেশে এসেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে টাকা বিতরণ করেন। এ সময় তার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
হামজা দেওয়ান চৌধুরী নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করেছেন। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ করে দিয়েছেন।
এর আগে দুপুরে তিনি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ইফতারের আগেই এই ফুটবল তারকা সপরিবারে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বিদায় নেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply