ডেস্ক রিপোর্ট :
দেশের সংবিধান অ্যামেরিকানদের বাক স্বাধীনতা দিয়েছে, বিদেশিদের নয়। এমন মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুয। তিনি মনে করেন, কেউ অ্যামেরিকাকে পছন্দ না করলে তার এই দেশে আসাও উচিৎ না। প্যালেস্টাইনপন্থি বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে কলাম্বিয়া ইউনিভার্সিটির আরো এক প্যালেস্টিনিয়ান শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এই মন্তব্য করেন তিনি।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নৌম জানিয়েছেন, ভারতীয় এক শিক্ষার্থী, মোবাইল অ্যাপ ব্যবহার করে, নিজ থেকেই দেশ ত্যাগ করেছে। তার বিরুদ্ধেও বিক্ষোভ অংশ নেয়ার অভিযোগ ছিলো।
প্যালেস্টাইনপন্থি বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে, লেকা কর্ডিয়া নামে কলাম্বিয়া ইউনিভার্সিটির আরেক প্যালিস্টিনিয়ান শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। শুক্রবার, এক বিবৃতিতে, এই তথ্য নিশ্চিতো করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।
বিবৃতিতে দাবি করা হয়, কর্ডিয়ার নামে ওই শিক্ষার্থী এফ-ওয়ান ভিসায় দেশে প্রবেশ করে, তবে তার ভিসার মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে যায়। এরপর থেকেই ওয়েস্ট ব্যাংক থেকে আগত ওই শিক্ষার্থী অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন। বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে এর আগেও তাকে আটক করেছিলো পুলিশ। নিউ জার্সির নিউয়ার্ক থেকে আইসের কর্মকর্তারা লেকাকে আটক করে।
এর আগে, মঙ্গলবার, কলাম্বিয়ার ইউনিভার্সিটির এক পিএইচডি শিক্ষার্থী, রঞ্জনি শ্রিনিবাসান সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে, নিজেই দেশ ত্যাগ করেছেন। হামাসকে সমর্থন করার অভিযোগে, গত সপ্তাহে ভারতীয় ওই শিক্ষার্থীর ভিসা স্থগিত করা হয়।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে, রঞ্জনির দেশত্যাগের বিষয়টি জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। পোস্টে তিনি লিখেছেন, ভিসা পেয়ে অ্যামেরিকায় পড়তে আসা সৌভাগ্যের ব্যাপার। তবে, আপনি যদি দেশে সংঘাত ও সন্ত্রাস ছড়িয়ে দিতে চান, তবে আপনার ভিসা স্থগিত করা উচিৎ এবং আপনার আর এই দেশে থাকা উচিৎ না। একই সাথে, রঞ্জনির দেশ ত্যাগে নিজের সন্তুষ্টির কথাও উল্লেখ করেছেন নোম।
এদিকে শুক্রবার, কলাম্বিয়া ইউনিভার্সিটির ডর্মেটোরির দুটি কক্ষে অভিযান চালিয়েছে আইসের সদস্যরা। তবে এসময় কাউকে আটক বা কোন মালামাল জব্দ করা হয়নি বলে নিশ্চিতো করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
এদিকে, মাহমুদ খলিলের মুক্তির দাবিতে আদালতে পিটিশন দায়ের করার পাশাপাশি, জনমত গড়ে তোলার চেষ্টা করছেন তার আইনজীবীরা। শুক্রবার তারা একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। টেক প্রতিষ্ঠান ক্লিয়ারের প্রতিষ্ঠাতা ও কো-ডিরেক্টর, রামযি কাসেম বলেন, দেশে প্যালেস্টাইনপন্থি বিক্ষোভগুলো ভিয়েতনাম যুদ্ধের সময় যুদ্ধবিরোধী বিক্ষোভের সাথে সাদৃশ্যপূর্ণ।
তবে, রিপাবলিকান সেনেটর টেড ক্রুয এনবিসি নিউযকে দেয়া টেলি সাক্ষাৎকারে দাবি করেছেন, সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মধ্যে দিয়ে, অ্যামেরিকানদের বাক স্বাধীনতা দিয়েছে, বিদেশীদের নয়। অ্যামেরিকাকে পছন্দ না করলে, এই দেশে না আসার আহ্বান জানান তিনি।
এটিভি বাংলা/ হৃদয়
Leave a Reply