ডেস্ক রিপোর্ট :
বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায় মিযৌরি ও আরকানসায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে ধুলিঝড়ের কবলে পড়ে গাড়ি উল্টে তিনজন প্রাণ হারিয়েছে। আরকানসাসেড বেশ কয়েকটি কাউন্টিতে আহত হয়েছেন অন্তত ২৯ জন। এছাড়া ঝড়ো বাতাস এবং টর্নেডোর আঘাতে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে মিযৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, টেক্সাস এবং আরকানসাসে অন্তত ৩০০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
মধ্য অ্যামেরিকায় বেশ কয়েকটি স্টেইটে টর্নেডোর আঘাতে শনিবার বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার জনজীবন। প্রবল বাতাস আর ধূলিঝড়ের প্রভাবে মিযৌরি ও আরকানসাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। টর্নেডোর আঘাতে এরইমধ্যে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর আগে শুক্রবার রাতে টেক্সাসের অ্যামেরিলো শহরের কাছের হাইওয়েতে প্রবল বাতাসে একের পর এক ট্রাক্টর ট্রেইলর নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সড়কে। ওয়েস্ট টেক্সাস জুড়ে প্রায় দুই ডজন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টেক্সাসের পাবলিক সেইফটি ডিপার্টমেন্ট।
টর্নেডোর কারণে মিযৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, টেক্সাস এবং আরকানসাসে অন্তত ৩০০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে আরকানসাস ছাড়াও মিসিসিপি, ওহাইও, ইন্ডিয়ানা, লুইজিয়ানা, অ্যালাবামা, ক্যান্টাকি, টেনেসির অন্তত ৬০ মিলিয়ন বাসিন্দাদের ঝড় ও বৈরি আবহাওয়ায় নিরাপদ থাকার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, টেক্সাসের লেইক ট্যাঙ্গেলউডে দাবানলের ঘটনা ঘটেছে। দাবানলের আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বাড়ি-ঘর ও ব্যবসাকেন্দ্রে। এই ঘটনায় টেক্সাস ও ওকলাহোমার কয়েকটি কাউন্টির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply