ডেস্ক রিপোর্ট :
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত ১১ মার্চ মঙ্গলবার গ্রেসি ম্যানশনে মুসলিম কমিউনিটির সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করেন। প্রায় ২০০ মুসলিম সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয় এই ইফতার পার্টিতে। অনুষ্ঠানের সময় অ্যাডামস রমজানের সহানুভুতি এবং ত্যাগের বিষয়বস্তু তুলে ধরে সিটির ঐক্যের উপর জোর দেন। তিনি শুক্রবার মসজিদগুলিতে আজান সম্প্রচারের অনুমতি দেওয়ার জন্য তার প্রশাসনের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। মেয়র অ্যাডামস আরো বলেন, আমাদের সকল অগ্রগতি ও সমৃদ্ধিতে আপনারা অসামান্য অবদান রেখে চলেছেন। তাই সিটি অফিসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মেয়র অফিসের কর্মকর্তা, কমিউনিটি লিডার, অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিশেষ করে মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানস্থলের বাইরে শত শত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী ইসরায়েলের প্রতি অ্যাডামসের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করেন। পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, কিছু বিক্ষোভকারীকে সরিয়ে দেয়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply