ডেস্ক রিপোর্ট :
ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের কারণে ক্ষুব্ধ ক্যানাডার পর্যটকরা। এতে অ্যামেরিকায় ভ্রমণের প্রতি ক্যানাডার পর্যটকদের মাঝে অনীহা দেখা দিয়েছে বলে জানান পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। গত বছরের একই সময়ের তুলনায় ১ ফেব্রুয়ারি থেকে নতুন ফ্লাইট বুকিং প্রায় ২০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ক্যানাডিয়ানদের পাশাপাশি ডেনিশ এবং জার্মান পর্যটকরাও অ্যামেরিকা ভ্রমণে পিছু হটেছেন বলেও জানা গেছে।
অ্যামেরিকা ও ক্যানাডার উপকূলীয় এলাকায় বিভিন্ন দুর্গ, ক্রুজ, হাইকিং এবং মাছ ধরার সুবিধাসহ বহু পর্যটন কেন্দ্র রয়েছে। ছুটিতে এসব পর্যটনকেন্দ্রে ভ্রমণে আসেন অ্যামেরিকা ও ক্যানাডার ভ্রমণপিপাসুরা। তবে ক্যানাডা নিয়ে ট্রাম্পের ক্রমাগত অপমানসুলভ আচরণে দেশটিতে এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান ওয়ান থাউস্যান্ড আইল্যান্ডস ইন্টারন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের পরিচালক কোরি ফ্রাম।
ফ্রাম জানান, ক্যানাডিয়ান এবং অ্যামেরিকান পতাকা প্রায়শই পাশাপাশি উড়তে দেখে, ভ্রমণকারীরা সীমান্তের কোন দিকে আছেন তা নিয়ে মাথা ঘামাতেন না তারা। তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর ভ্রমণকারীদের মাঝে দুই দেশের পার্থক্য তুলে ধরতে হচ্ছে বলেও জানান তিনি।
ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ক্যানাডার ভ্রমণকারীর সংখ্যা যদি ১০ শতাংশও কমে যায়, তাহলে অ্যামেরিকার আর্থিক ক্ষতি হতে পারে ২ দশমিক ১ বিলিয়ন ডলার।
আপসএই পরিস্থিতিতে অ্যামেরিকা ভ্রমণ করা থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। পাশাপাশি কমতে শুরু করেছে ক্যানাডা থেকে অ্যামেরিকার ফ্লাইট বুকিংও। ফ্লাইট টিকেটিং ডাটা ফার্ম ফরওয়ার্ড কীজের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় ১ ফেব্রুয়ারি থেকে নতুন ফ্লাইট বুকিং প্রায় ২০ শতাংশ কমেছে।
ফরওয়ার্ড কীজের মতে, ক্যানাডিয়ানদের পাশাপাশি ডেনমার্ক এবং জার্মানিও পিছু হটেছে। গত বছরের তুলনায় এ দুই দেশ থেকে অ্যামেরিকায় আসার ফ্লাইট বুকিং কমেছে যথাক্রমে ২৭ ও ১৫ শতাংশ।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবার পর থেকে ট্রাম্পের কর্মকাণ্ড ও বক্তব্যে ক্ষুব্ধ ক্যানাডিয়ানরা। অ্যামেরিকার সাথে তাদের দেশেকে যুক্ত করার মতো বিতর্কিত বক্তব্যের পর এবার ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। এই সিদ্ধান্তের পাল্টা জবাবে ট্রুডো সরকারও অ্যামেরিকান পণ্যে শুল্কারোপ করেছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply