কানাডার ওপর বিশ্বের সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট :
পাল্টাপাল্টি শুল্কারোপের যুদ্ধে এবার ক্যানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নতুন করে আরো ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ক্যানাডা থেকে আমদানি করা এসব পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ করা হলো। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, অন্টারিও সীমান্তবর্তী স্টেইটগুলোতে বিদ্যুত রপ্তানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে নতুন এই শুল্কারোপ ১২ মার্চ থেকেই কার্যকর হবে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্যানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর অতিরিক্ত শুল্কারোপের নির্দেশনা দিয়েছেন এবং আরো শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। অন্টারিও অ্যামেরিকার তিনটি স্টেইটে বিদ্যুৎ রপ্তানির উপর ২৫ শতাংশ সারচার্জ আরোপের পর মঙ্গলবার ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্টে ট্রাম্প জানিয়েছেন ক্যানাডা যদি অ্যামেরিকার পণ্যের উপর আরোপিত শুল্ক স্থগিত না করে তবে তিনি ক্যানাডায় অটোমোবাইল উৎপাদন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেবেন।

টু্থ সোশ্যাল দেয়া পোস্টে ট্রাম্প জানান, ক্যানাডার অন্টারিও থেকে অ্যামেরিকায় আসা বিদ্যুতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে, অ্যামেরিকায় আসা সব ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপে তার প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। ক্যানাডাকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ১২ মার্চ থেকে নতুন এই শুল্কারোপ কার্যকর হবে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ক্যানাডাকে অবিলম্বে অ্যামেরিকার দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ৩৯০ শতাংশ থেকে কমিয়ে ২৫০ শতাংশে নামিয়ে আনতে হবে, যা দীর্ঘদিন ধরেই অপমানজনক বলে বিবেচিত হয়ে আসছে।

শিগগিরই হুমকির মুখে থাকা এলাকার বিদ্যুৎ বিপর্যয়ের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি এর ফলে ক্যানাডার এই অপমানজনক হুমকি দূর করার জন্য যা করা দরকার তা দ্রুত করার সুযোগ করে তৈরি হবে। যদি ক্যানাডা অন্যান্য গুরুতর, দীর্ঘমেয়াদী শুল্ক প্রত্যাহার না করে, তাহলে ২ এপ্রিল থেকে অ্যামেরিকায় আসা গাড়ির উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার হুমকিও দেন ট্রাম্প। তার দাবি, এটি মূলত ক্যানাডায় অটোমোবাইল উৎপাদন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেবে। ট্রাম্প বলেন, এই গাড়িগুলো সহজেই অ্যামেরিকায় তৈরি করা যায়!

ট্রাম্পের শুল্কারোপের প্রভাবে এরি মধ্যে ক্যানাডায় শুরু হয়েছে পণ্য বর্জন। পাল্টাপাল্টি শুল্কারোপকে পুরোপুরি সমর্থন জানিয়েছে ক্যানাডার নাগরিকেরা। মঙ্গলবার অন্টারিও’র প্রিমিয়ার ডাগ ফোর্ড এমএসএনবিসিকে জানান, ট্রাম্প প্রশাসনের অন্যায্য শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেয়া থেকে পিছিয়ে থাকবেনা ক্যানাডা।

এটিভি বাংলা /হৃদয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *