ডেস্ক রিপোর্ট :
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক খালিজ টাইমস। বুধবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে দেশটিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখকে ঘিরে দেশবাসী সাপ্তাহিক ছুটির দিনসহ চারদিন অথবা পাঁচদিনের ছুটি পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়, জোতির্বিদদের হিসাব অনুসারে যে দিনটাতে ঈদুল ফিতর উদযাপিত হবে তাকে ঘিরে পাঁচদিনের ছুটি পাওয়ার সম্ভাবনাই এবার বেশি।
আরবি রমজান মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। আরবি মাসগুলো শেষ হয় ২৯ দিন বা ৩০ দিনে; যা নির্ভর করে চাঁদ দেখার ওপর।
এ বছর ২৯ রমজানে (২৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার জন্য আকাশের দিকে লক্ষ্য রাখতে যাচ্ছে। যদি সেদিন চাঁদ দেখা যায় তবে পবিত্র রমজান মাস শেষ হবে ২৯ দিনে। সে হিসেবে ঈদের ছূটি হবে ৩০ মার্চ রোববার থেকে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত। এর আগের শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ করলে মোট ছুটি হয় চার দিনের।
যদি ২৯ মার্চ চাঁদ দেখা না যায় তবে রমজান মাস শেষ হবে ৩০ দিনে। সেক্ষেত্রে ৩০ রমজানের ছুটির দিনসহ আরও তিন দিন থাকবে ছুটি। এর সঙ্গে শনিবারের ছুটি মেলালে ছুটি হয় মোট পাঁচ দিনের। অর্থাৎ শনিবার থেকে বুধবার পর্যন্ত থাকবে ছুটি।
অবশ্য দুবাইয়ের জোতির্বিদদের গ্রুপ জানিয়েছে, জোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে এবার পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে যাই হোক না কেন আগামী ২৯ মার্চ আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই সব পরিষ্কার হয়ে যাবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply