ডেস্ক রিপোর্ট :
আমেরিকায় রফতানি করা বিদ্যুতের ওপর সোমবার থেকে অতিরিক্ত ২৫ শতাংশ সারচার্জ আরোপ করার ঘোষণা দিয়েছেন ক্যানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। পাশাপাশি অ্যামেরিকা বাণিজ্য যুদ্ধ চালালে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় ক্যানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড এই ঘোষণা দিয়েছেন।
টরন্টোতে এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ফোর্ড হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অ্যামেরিকা যদি উত্তেজনা আরও বাড়ায়, তাহলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে দ্বিতীয়বার ভাববো না আমি।’
ফোর্ড আরও বলেন, ‘বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। অ্যামেরিকানদের জন্য আমার খারাপ লাগছে। কারণ এই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয়। এর জন্য একজনই দায়ী, তিনি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।’
ডাগ ফোর্ডের এই পদক্ষেপের ফলে ভোগান্তিতে পড়বে মিনেসোটা, নিউ ইয়র্ক এবং মিশিগান স্টেইটের প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন গ্রাহক।
ফোর্ডের ধারণা, এতে অ্যামেরিকায় গ্রাহক প্রতি বিদ্যুৎ খরচ ৬৯ ডলার করে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি অন্টারিও প্রভিন্স বাড়তি ৩০০ থেকে ৪০০ হাজার ক্যানাডিয়ান ডলার রাজস্ব পাবে বলেও জানান তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply