নতুন চুক্তি তাসকিনের বেতন ১০ লাখ, বাকিদের কত?

ডেস্ক রিপোর্ট :
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ২০২৫ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা জানিয়েছে বিসিবি।

বিসিবির নতুন চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের পেস বিভাগের নেতৃত্ব দেওয়া তাসকিন বেতন পাবেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ১০ লাখ টাকা।

নতুন চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নেবার অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই মার্চ মাস থেকে বিসিবির চুক্তিতে থাকছেন না এই অলরাউন্ডার।

এবার ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’- মোট পাঁচ ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তি ভাগ করেছে বিসিবি। আগের বছর মোট চুক্তিতে ছিলেন ২১ জন। এবার তালিকা ২২ জনের।

প্রথমবার কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন নাহিদ রানা।

‘এ’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম। তবে তিনি সদ্য ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ায় মার্চ মাস থেকে নেমে যাবেন ক্যাটাগরি ‘বি’ তে। ‘এ’ ক্যাটাগরিতে এই মুহূর্তে মুশফিকের সঙ্গে আছেন নাজমুল হোসেন, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তারা সবাই পাবেন আট লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ছয় লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন চার লাখ করে। আর ‘ডি’ তে থাকা ক্রিকেটাররা পাবেন দুই লাখ টাকা করে।

এক নজরে দেখে নিন ২০২৫ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা :

এ প্লাস: তাসকিন আহমেদ।

এ. নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

বি. মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (ফেব্রুয়ারি পর্যন্ত), মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সি. সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও শেখ মেহেদি হাসান।

ডি. নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *