ডেস্ক রিপোর্ট :
দাবানলে পুড়ছে নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তেই ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। আগুনের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে নিউ ইয়র্কের গভর্নর স্টেইটে জরুরী অবস্থা ঘোষণা করেছেন।
মাত্র কিছুদিন আগেই নর্থ ক্যারোলাইনার দাবানলের পর এবার নিউ ইয়র্কে দাবানলের সম্মুখীন স্টেইটের বাসিন্দারা। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। কমপক্ষে তিন কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন।
বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। দাবানলের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং একইসঙ্গে ধোঁয়ার হাত থেকে বাঁচতে বাড়ির দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। তবে আগুন এখনো পর্যন্ত আবাসিক এলাকায় পৌঁছায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ারফাইটাররা। ইতোমধ্যে শহরে প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হকুল। কাউন্টি এক্সিকিউটিভ এড রোমেইন জানিয়েছেন, প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। আগুনে এক ফায়ারফাইটার দগ্ধ হয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে ব্রুকলিনের একটি পার্কে আগুন লাগলে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply