মুন্সীগঞ্জের সিরাজদিখানে কবুতরের বাচ্চা ধরতে গিয়ে টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল দেওয়ান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে
ফয়সাল একই গ্রামের কুয়েত প্রবাসী মো. ফারুক দেওয়ানের ছেলে এবং ভুইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে কবুতরের বাচ্চা আনতে টিনের চালায় গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ফয়সাল। বাড়ির লোকজন এসে ফয়সালকে উদ্ধার করে উপজেলা মালখানগর ব্যাংক এশিয়া মা আমিরান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ফয়সাল আমার স্কুলের পঞ্চম শ্রেণির খুবই মেধাবি ছাত্র ছিল। তার এমন অকাল মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি। পারিবারিকভাবে ওই ছাত্রের মরদেহ দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এটিভি বাংলা /হৃদয়
Leave a Reply