নিউইয়র্কে বন্দুক সহিংসতায় এক পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট :
নিউ জার্সির নিউয়ার্ক শহরে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও অন্য একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় জড়িত সন্দেহে ১৪ বছরের এক কিশোরসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন গভর্নর ফিল মার্ফি। নিউ জার্সির নিউয়ার্কে শুক্রবার রাতে দুই পুলিশ কর্মকর্তা অতর্কিত বন্দুক হামলার শিকার হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

এসেক্স প্রসিকিউটারের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের নর্থ ওয়ার্ড নেইবারহুডে এই ঘটনা ঘটে। হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তাই নিউয়ার্ক পুলিশ ডিপার্টমেন্টের হয়ে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পরপরই ওই দুই কর্মকর্তাকে ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন এক কর্মকর্তার মৃত্যু হয়। অন্যজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

রাতেই হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়েছেন স্টেইট গভর্নর ফিল মার্ফি এবং ফার্স্ট লেইডি ট্যামি মার্ফি। পরে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে গভর্নর জানান, তাকে পুরো ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। এসময়, আক্রান্ত দুই পুলিশ কর্মকর্তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

এদিকে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, একাধিক সূত্র নিশ্চিতো করেছে, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৪ বছর বয়সী এক কিশোরসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে ম্যাকডনাল্ডসের আউটলেটের নিরাপত্তারক্ষী র‍্যান্ডি মেহিয়া জানান, ঘটনার আগে চার পুলিশ কর্মকর্তাকে কারো পিছু ধাওয়া করতে দেখেন তিনি।

সেবাশ্চিয়ান হার্নান্দেয নামে স্থানীয় এই বাসিন্দা জানান, অনেকক্ষন ধরে গোলাগুলির শব্দ পেয়েছেন তিনি। স্থানীয় এই শিশু গুলির শব্দকে প্রথমে আতশবাজির শব্দ ভেবেছিলো। পরিচয় গোপন রাখার শর্তে এই প্রত্যক্ষদর্শী তীব্র ক্ষোভ প্রকাশ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। এদিকে আরেকটি সূত্র নিশ্চিত করেছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক কিশোর আহত হয়েছে। তবে, এই আঘাত গুলিবিদ্ধ হওয়া কারণে না অন্য কোন কারণে তা জানা যায়নি।

এটিভই বাংলা / হৃদয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *