নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘন্টা এগুবে রোববার

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় কাল রোববার (৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ডে লাইট সেইভিং টাইম। রোববার ঘড়ির কাটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত (৯ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে তিনটার ঘরে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তবে কোন কোনো ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হবে।

নতুন এই সময়সূচি চালুর ফলে দিন হবে দীর্ঘায়িত। সন্ধ্যা হবে দেরিতে। নতুন এই সময়সূচি অনুযায়ী নিউইয়র্কে যখন রাত ২টা বাজবে বাংলাদেশে হবে তখন দুপুর ১২টা।

এই ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর দিবাগত রাত ২টা পর্যন্ত। সে ক্ষেত্রে আগামী ১ নভেম্বর দিবাগত রাত দুইটায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত একটা করতে হবে। তবে অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পুয়ের্তোরিকো ও ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একই স্থানে থাকে। অর্থাৎ, এই স্টেটগুলোতে ডে লাইট সেভিংয়ের কোনো প্রভাব পড়ে না।

প্রতি বছর যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় দুই দফা ঘড়ির কাঁটা এক ঘণ্টা আগানো-পিছানো হয়। দিনের আলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইমও অভিহিত করা হয়।

যুক্তরাষ্ট্রে প্রায় ১০৬ বছর আগে ১৯১৮ সালে এই নীতি চালু করা হয়। গ্রীষ্মকালে দিন বড় হয়। এ জন্যে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *