ক্যানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এ সপ্তাহেই’

ডেস্ক রিপোর্ট :
অ্যামেরিকার দুগ্ধজাত পণ্য ও কাঠের উপর ক্যানাডা উচ্চ হারে শুল্ক আরোপ করায় দেশটির ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার, ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের জানান, ক্যানাডা দ্রুত এ শুল্ক প্রত্যাহার না করলে, এ সপ্তাহের মধ্যেই ক্যানাডার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। ক্যানাডার নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সাময়িকভাবে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করার পরে, অ্যামেরিকার দুগ্ধজাত পণ্য ও কাঠের উপর ক্যানাডা উচ্চ হারে শুল্ক আরোপ করায়, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর জবাবে এসপ্তাহেই আবারো পাল্টা শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার ওভাল অফিসে একাধিক নির্বাহী আদেশে সই করার পর, এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ক্যানাডা এই শুল্ক দ্রুত প্রত্যাহার না করলে, তাদের ওপরও এই অতিরিক্ত শুল্কের বোঝা চাপানো হবে। একইসাথে, অ্যামেরিকার ওপর চায়না, মেক্সিকো ও ভারতের দীর্ঘদিনের আরোপিত অতিরিক্ত শুল্ক নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। জানান, দেশগুলো শুল্ক কমানোর ব্যাপারে সম্মত হয়েছে।

তিনি আরো বলেন, বাইডেন প্রশাসনের আমলে অতিরিক্ত শুল্ক চাপাতে সমর্থ হয়েছিল ইউরোপ। তবে, তার আমলে ইইউ সেই সুযোগ পাবে না বলে দাবি করেন ট্রাম্প। অন্যদিকে, অ্যামেরিকার পণ্যের ওপর বাড়তি কোন শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবম বলেন, ইউএসএ-ক্যানাডা-মেক্সিকোর মধ্যকার অবাধ বাণিজ্য চুক্তি অনুযায়ী, কোন দেশ শুল্ক আরোপ না করলে, অন্যরাও শুল্ক আরোপ করবে না।

এদিকে, পাল্টাপাল্টি শুল্ক থেকে বাঁচতে উদ্যোগ নিয়েছে ভারত। অ্যামেরিকার পণ্যের ওপর বাড়তি শুল্ক কমানোর ঘোষণাও দিয়েছে দেশটি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, রণধীর জয়সওয়াল জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুযায়ী দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তারা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *