শতভাগের চেয়ে বেশি দিয়ে খেলেছি, বিদায়ী বার্তা দিলোমুশফিক

ডেস্ক রিপোর্ট :
মুশফিকুর রহিমকে ডাকা হতো মি. ডিপেন্ডেবল নামে। ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা মুশফিক লম্বা সময় ব্যাট হাতে দলকে টেনেছেন। নিজের দিনে উজাড় করে দিয়েছেন সবটা। সাম্প্রতিক দিনগুলোতে তার ব্যাটে রান ছিল না। বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন নিজেকে প্রমাণ করতে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দলের বিপদে হাল ধরতে পারেননি। তা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। এসবের মাঝে বুধবার (৫ মার্চ) রাতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। থামে দীর্ঘ ১৯ বছরের পথচলা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে অবসরের কথা জানান তিনি।

অবসরের পোস্টে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন মুশফিক। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য সীমিত হলেও, খেলার প্রতি নিবেদন কম ছিল না বলে জানান এক সময়ের বাংলাদেশ অধিনায়ক। মাঠে শতভাগের চেয়ে বেশি উজাড় করে দেওয়া কথা তুলে ধরেন মুশফিক।

অবসরের বার্তা দিয়ে মুশফিক লেখেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত। তবে, একটি ব্যাপার নিশ্চিত। যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিজের শতভাগের চেয়ে বেশি উজাড় করে দিয়েছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি অনুধাবন করেছি, এটাই আমার নিয়তি। আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থক যাদের জন্য গত ১৯ বছর ধরে খেলেছি, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই।’

এটিভি বাংলা /হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *