রমজানে মুসলমানদের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
পবিত্র রমজান মাস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে পাঠানো সেই বিবৃতিতে ট্রাম্প বলেন, আজ, আমি পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি – রোজা, প্রার্থনা এবং পরিবার-পরিজনদের সঙ্গে সম্মিলনের জন্য রমজান একটি পবিত্র মাস। খবর আনাদোলুর।

এর পাশাপাশি পবিত্র এবং পুণ্যময় জীবনের জন্য আশা, সাহস এবং অনুপ্রেরণার সঞ্চারের সময় এই মাস। লাখ লাখ মার্কিন মুসলিম এমন একটা সময় তাদের রোজা পালন শুরু করেছেন, যখন আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, যা মার্কিন জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ।

সর্বোপরি, আমরা একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার এবং প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের সংকল্প ফের ব্যক্ত করছি। যুক্তরাষ্ট্রে লাখ লাখ মুসলিম ভোটার রয়েছেন। এই ভোটারদের একটি বড় অংশের পূর্বপ্রজন্ম মধ্যপ্রাচ্যের আরব অঞ্চল ও ফিলিস্তিন থেকে গিয়ে স্থায়ী হয়েছেন সেখানে।

ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ২০১৬ সালে, কিন্তু সেবার অভিবাসী ও মুসলিমবিরোধী দৃঢ় অবস্থানের কারণে মার্কিন মুসলিমদের অধিকাংশই তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। ২০২০ সালের নির্বাচনে তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে তার পরাজিত হওয়ার একটি বড় কারণ ছিল এটি।

তবে ২০২৩ সালের হামাস-ইসরায়েল যুদ্ধ এবং সেই যুদ্ধ থামানোর চেষ্টা না করে ইসরায়েলকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা প্রদানের জেরে বাইডেন প্রশাসনের প্রতি হতাশ হন মুসলিম ভোটাররা। তার প্রভাব পড়ে ২০২৪ সালের নির্বাচনে। এই নির্বাচনে বিপুল সংখ্যক মুসলিম ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প।

এটিভি বাংলা /হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *