ডেস্ক্র রিপোর্ট :
বিশ্ব অর্থনীতি শাসন আর নিজ দেশের বাণিজ্য শক্তিশালী করতে নানা প্রয়াস চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যার ধারাবাহিকতায় এবার চাইছেন পণ্য পরিবহনের বেশ কিছু পথের নিয়ন্ত্রণও। ফলে নজর বাড়ছে গ্রীণল্যান্ড, পানামা, সুয়েজ খাল, দক্ষিন চীন সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ আর দখলের ঘোষণা যেন নিজ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রয়াস। যাকে আরও চাঙ্গা করতে এবার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখলের দিকে নজর তার।
এশিয়া দখলের চিন্তায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডোরের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবিত এই রুটের বন্দর, রেলপথ ও সাবমেরিন ক্যাবলে বিনিয়োগে আগ্রহী ওয়াশিংটন। ভবিষ্যতে যাকে ইউরোপ-এশিয়ার বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খালের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরাসরি না বললেও ইয়েমেনের হুথিদের দমনের প্রচেষ্টায় এ পথ দখলের অভিপ্রায় ট্রাম্পের।
এ ছাড়া নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে দক্ষিন চীন সাগরের উপরেও প্রভাব বিস্তার করতে পারে ট্রাম্প। প্রতি বছর এ পথে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে।
কানাডা আর গ্রীনল্যান্ড নিয়ন্ত্রণের চেষ্টা আগে থেকেই চলমান। যাতে নতুন করে যুক্ত হয়েছে পানামা খাল। বছরে ৩৪০ মিলিয়ন টন পরিবহন সক্ষমতা থাকা এই পথ দখলে আরও সহজ হবে এশিয়া-ইউরোপ বাণিজ্য। অন্যদিকে রাশিয়ার আর্কটিক উপকূল ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে নজর রয়েছে দক্ষিণ সাগর পথেও।
এ ছাড়াও রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বব্যাপী ২০ শতাংশ তেলের বাণিজ্য হয় এই পথ দিয়ে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply