রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির আলোকসজ্জা

ডেস্ক রিপোর্ট :
মাহে রমজান সমাগত। রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজ) উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানের মাধ্যমে সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পুরো রমজান মাসে এ আলোকসজ্জা থাকবে।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুর রফিক, কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদ, শেখ আমিন, মো. আইউব, রহমান বাবুল, গিয়াসউদদীন, মনিরুজ্জামান মনির, সুব্রত চৌধুরী, রওশন উদদীন, সিরাজুল ইসলাম, বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মামুনুল হক মামুন, সৈয়দ শহীদ, ওয়ালিদ, শাহরু চৌধুরী, মো. মিজান।

দোয়া ও মোনাজাত করেন মওলানা আবদুল হাই।

অনুষ্ঠানে জহিরুল ইসলাম বাবুল সংগঠনের পক্ষ থেকে সাউথ জার্সিবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে ঝঞ্জাবিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে।’

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *