ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৪২) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২.৪৫ মিনিটে নিউইয়র্কের কুইন্সের জামাইকায় ইকনা মসজিদের পাশে (১৬৮ স্ট্রিট ও ৮৯ এভিনিউতে) দুই গাড়ি ধাক্কায় চাপা পড়েন আনিসুর রহমান।
স্থানীয় বাসিন্দা ইমরান উদ্দিন আওয়াজবিডিকে জানান, ওয়ানওয়ে চলাচলের রাস্তাটিতে বামদিকে টার্ন করার সময় দ্রুতগামী একটা গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দিলে ওইসময় পার্কিং অবস্থায় দাঁড়িয়ে থাকা আনিসুর রহমানকে সজোরে আঘাত করলে সাথে সাথে তার দুই পা হাটু থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
ইমরান আরও জানান, মঙ্গলবার দুপুরে ইকনা মসজিদে ষ্টার রাইজিংয়ে থেকে নিজ মেয়েকে আনতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে এসে আনিসুর রহমানকে জ্যামাইকা হসপিটালে নিলে চিকিৎসকরা দ্রুত একটি পা কেটে ফেলেন। পরেরদিন বুধবার চিকিৎসকরা আরেকটি পা বাঁচানোর চেষ্টা করলেও সেটিও রক্ষা করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছেন।
উল্লেখ্য, রংপুর বিভাগের ধাপ এলাকার আমেরিকা প্রবাসী আনিসুর রহমান জ্যামাইকায় থাকছেন পরিবার নিয়ে। তিনি এক ছেলে (৮) ও এক মেয়ের (৫) জনক।
এদিকে নিউইয়র্কে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটির খোঁজখবর নিতে সাউথ জ্যামাইকায় নিজ বাসায় লোকজনকে ভিড় করতে দেখা গেছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply