গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ডেস্ক রিপোর্ট :
মজলুম ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রবিবার তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। অন্যদিকে, হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরায়েল পাঁচ সপ্তাহের গাজা যুদ্ধবিরতিকে বিপদের মুখে ফেলছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হবে।
তবে পরবর্তী ধাপ কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন উত্তেজনার পর ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধে পশ্চিম তীরেও সহিংসতা চরমে পৌঁছেছে।
গত শনিবার গাজা থেকে ছয় ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর ইসরায়েল ৬০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করে।
হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম সতর্ক করে বলেছেন, বন্দী মুক্তি স্থগিত হওয়ায় “পুরো চুক্তি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ” তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি নিশ্চিত হয়।
লেবেক রিস্ক ম্যানেজমেন্টের গোয়েন্দা প্রধান মাইকেল হোরোভিটজ বলেছেন, নেতানিয়াহু দেশীয় চাপে রয়েছেন, কারণ তাঁর যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তোষ বাড়ছে। ফলে হয় তাঁকে যুদ্ধ পুনরায় শুরু করতে হবে, নয়তো তাঁর কট্টর-ডানপন্থী জোট সরকার পতনের ঝুঁকি নিতে হবে।

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *