কর্মচারীদের কাজের হিসাব চাই, না হলে বিদায় : ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট :
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি কর্মচারীদের জানানো হয়েছে যে, আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের মধ্যে আগের সপ্তাহের কাজের বিবরণ জমা না দিলে চাকরি হারানোর ঝুঁকি থাকবে। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কর্মচারীদের কাছে এ ইমেইল পাঠানো হয়েছে। খবর রয়টার্সের

এই নির্দেশ এমন সময় আসলো, যখন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, ইমেইলের জবাব না দিলে তা স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে বিবেচিত হবে।

ইলন মাস্ক লেখেন, “সব ফেডারেল কর্মচারী খুব শিগগিরই একটি ইমেইল পাবেন, যেখানে তাদের গত সপ্তাহে করা কাজের বিস্তারিত জানতে চাওয়া হবে। জবাব না দিলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে।”

মাস্কের এই পোস্ট আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করার কয়েক ঘণ্টা পর। যেখানে তিনি বলেন, ডিওজিইকে আরও সক্রিয় হয়ে ২৩ লাখ ফেডারেল কর্মীর সংখ্যা কমানোর পদক্ষেপ নিতে হবে।

যে সকল সংস্থায় ইমেইল পাঠানো হয়েছে

শনিবার সন্ধ্যার মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ), সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের কাছে “গত সপ্তাহে আপনি কী করেছেন?” শিরোনামে ইমেইল পাঠানো হয়।

রয়টার্সের দেখা ইমেইলে কর্মীদের পাঁচটি বুলেট পয়েন্টে তাদের গত সপ্তাহের কাজের সারসংক্ষেপ দিতে বলা হয়েছে এবং ম্যানেজারদের কপি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ইমেইল অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) থেকে পাঠানো হয় এবং সোমবার রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।

এখনও স্পষ্ট নয়, মাস্কের এমন নির্দেশে আইনগত ভিত্তি কতটা আছে এবং যদি কেউ গোপনীয় প্রকল্পে কাজ করে থাকেন, তাহলে তারা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন।

শুধু নির্বাহী বিভাগের নয়, ফেডারেল বিচার বিভাগের কর্মীরাও এই ইমেইল পেয়েছেন, যদিও আদালত নির্বাহী শাখার আওতায় পড়ে না।

অন্যদিকে, কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো (সিএফপিবি)-এর কর্মীদেরও ইমেইল পাঠানো হয়েছে, যদিও সংস্থাটির বেশিরভাগ কর্মীকে এই মাসের শুরু থেকেই কোনো কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের সাময়িক আদেশের কারণে গণহারে ছাঁটাইও স্থগিত রয়েছে।

ডিওজিইর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *