ডেস্ক রিপোর্ট :
আরও ৬ জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেয়া হতে পারে। এসব জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন ৬০২ জন ফিলিস্তিনি। যদিও বৃহস্পতিবার হামাস অসাবধানতাবশত ভুল জিম্মির মরদেহ হস্তান্তরের পর যুদ্ধবিরতি নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছিল।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জনকে মুক্তি দিচ্ছে হামাস। যাদের মধ্যে এই ছয় জন জীবিত জিম্মি। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মুক্তি দেয়া হতে পারে।
ছয় জিম্মির মধ্যে এলিয়া কোহেন (২৭), তাল শাওহাম (৪০), ওমর শেম তভ (২২) এবং ওমর ওয়েনকার্টকে (২৩) ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে তাদের আটক করে নিয়ে যায় হামাস। অন্য দুজন হিশাম আল সাইয়েদ (৩৬) এবং মেঙ্গেসতু (৩৯) কে ১০ বছর আগে গাজায় প্রবেশের দায়ে আটক করা হয়েছিল।
এই ছয় জিম্মির বিনিময়ে কারাগার থেকে ৬০২ জন ফিলিস্তিনে মুক্তি দিচ্ছে ইসরায়েল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হয়।
হামাসের হামলার পরই প্রতিশোধ নিতে গাজায় তিন দিক দিয়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন লক্ষাধিক মানুষ।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply