ডেস্ক রিপোর্ট :
২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়কের জ্যামাতকায় ৩ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সংগঠন ঊনবাঙ্গাল এই বইমেলার আয়োজন করছে।
জ্যামাইকার ইলহাম একাডেমিতে বইমেলাটি অনুষ্ঠিত হবে। গত ১৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী জহিরুল ইসলাম। তিনি বলেন, খুব অল্প সময়ের সিদ্ধান্তে এই মেলার আয়োজন করা হচ্ছ । তাই বড় ধরণের হলরুম পাওয়া যায়নি। জহিরুল ইজানান, মেলা উপলক্ষে ফখরুল আলমকে আহবায়ক এবং আহসান হাবিবকে সদস্য সচিব করে ৮৩ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আরও আছে ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি। এর সভাপতি হলেন বইমেলার উদ্বোধক প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ।
আয়োজকরা জানান, ২১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় মেলার উদ্বোধন করা হবে। এর আগে একটি র্যালি বের হবে জ্যামাইকা হিলসাইডের ১৬৮ স্ট্রিট থেকে। এটি বইমেলার ভেন্যুতে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ৩দিনব্যাপী আয়োজনে থাকছে কবিতা পাঠ, বই নিয়ে আলোচনা, পুঁথি পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন,দেশের গান, শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজন এবং চিরায়ত বাংলা গান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বইমেলার আহবায়ক ফখরুল আলম এবং সদস্য সচিব আহসান হাবিব। এছাড়াও আলোচনায় অংশ নেন সৈয়দ এফ রহমান,শামসুদ্দিন আহমেদ শামীম, কাজি মিলন, সৈয়দ মাসুদুল ইসলাম, আবু নাসের, কাজী ফৌঁজিয়া প্রমুখ।
আয়োজকরা জানান, ২১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় মেলার উদ্বোধন করা হবে। এর আগে একটি র্যালি বের হবে জ্যামাইকা হিলসাইডের ১৬৮ স্ট্রিট থেকে। এটি বইমেলার ভেন্যুতে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ৩দিনব্যাপী আয়োজনে থাকছে কবিতা পাঠ, বই নিয়ে আলোচনা, পুঁথি পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন,দেশের গান, শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজন এবং চিরায়ত বাংলা গান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বইমেলার আহবায়ক ফখরুল আলম এবং সদস্য সচিব আহসান হাবিব। এছাড়াও আলোচনায় অংশ নেন সৈয়দ এফ রহমান,শামসুদ্দিন আহমেদ শামীম, কাজি মিলন, সৈয়দ মাসুদুল ইসলাম, আবু নাসের, কাজী ফৌঁজিয়া প্রমুখ।
পরে সবাইকে নৈশভোজে আপ্যায়ণ করা হয়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply