মশা ধরে দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার

ডেস্ক রিপোর্ট :
মশা ধরার বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছে ফিলিপাইনের ম্যানিলার কেন্দ্রীয় এলাকা বারাঙ্গে অ্যাডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ। মৃত অথবা জীবিত ৫টি মশা ধরে জমা দিলেই দেওয়া হবে অর্থ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এমন ঘোষণা দেন অ্যাডিশন হিলসের প্রধান কার্লিতো সার্নাল।

তিনি জানান, প্রতি পাঁচটি মশার জন্য এক পেসো (দুই মার্কিন সেন্টেরও কম) পুরস্কার দেওয়া হবে। ওই এলাকায় ডেঙ্গুতে দুজন ছাত্রের মৃত্যুর পর তারা এমন উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।

পুরস্কারের ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও সার্নাল এটিকে জনস্বাস্থ্যের জন্য জরুরি পদক্ষেপ বলে মনে করছেন। মশাবাহিত রোগ ডেঙ্গুর সাম্প্রতিক ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্নাল জানিয়েছেন, বাউন্টি (পুরস্কার) শুধু মশার জন্যই নয়, বরং তাদের লার্ভার জন্যও প্রযোজ্য হবে. সেগুলো জীবিত বা মৃত যা-ই হোক না কেন। জীবিত মশাগুলোকে আলট্রাভায়োলেট (ইউভি) আলো ব্যবহার করে ধ্বংস করা হবে। তিনি বলেন, এই কর্মসূচিটি অন্তত এক মাস চালু থাকবে।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিওএইচ) জানিয়েছে, স্থানীয় সরকার প্রধানদের ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়। তবে মশা ধরার জন্য নগদ পুরস্কার দেওয়ার কার্যকারিতা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকায় প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে, যা মেট্রো ম্যানিলার কেন্দ্রে মাত্র ১৬২ হেক্টর জায়গার মধ্যে অবস্থিত। এ পর্যন্ত ২১ জন পুরস্কারের জন্য আবেদন করেছেন এবং ৭০০টি মশা ও লার্ভা জমা দিয়েছেন।

 

এটিভি বাংলা / হৃদয়dengu

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *