জিম্মি মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

ডেস্ক রিপোর্ট :
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য একটি রূপরেখা তুলে ধরে দেয়া এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

 

প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরাইলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে।

হামাসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, শনিবার তারা ছয়জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবেন এবং বৃহস্পতিবার আরও চারজনের মৃতদেহ ফিরিয়ে দেবেন
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে ধাপে ধাপে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিরোধীতা করেন। তিনি অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানা। তার সেই আহ্বানের পর হামাসের পক্ষে বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করা হলো।

হামাস জানিয়েছে, ইসরাইলি কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার বিনিময়ে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মুক্তি পেতে যাওয়া শেষ জীবিত জিম্মি হলেন এই ছয়জন।

 

এদিকে জিম্মিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি ইসরাইল। হামাসের ঘোষণার পর প্রধানমন্ত্রীর কার্যালয় জনসাধারণকে ছবি, নামসহ গুজব ছড়িয়ে না দেয়ার জন্য অনুরোধ করেছে।

 

গত ১৯ জানুয়ারি ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। তবে ইসরাইল যুদ্ধবিরতি লংঘন করায় জিম্মি মুক্তি স্থগিত করেছিল হামাস।

 

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *