বলিভিয়ায় সড়ক থেকে ৮০০ মিটার নিচে পড়ল বাস, নিহত অন্তত ৩০

ডেস্ক রিপোর্ট :

বলিভিয়ার একটি পাহাড়ি সড়কে বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বলিভিয়ার রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে পাহাড়ি এলাকা। স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে জানিয়েছেন, এ ঘটনায় চার শিশুসহ চৌদ্দজন আহত হয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা জেলায় প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, পোটোসি এবং ওরুরো শহরের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্নেল ভিক্টর বেনাভিডেস এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কর্মকর্তারা ধারণা করছেন, দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি হতে পারে। চালক বাসটি নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিলেন।
দক্ষিণ আমেরিকার দেশটিতে এ বছর এখন পর্যন্ত এটিই সবচেয়ে গুরুতর সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বলিভিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত মাসে পোটোসির কাছে আরেকটি বাস রাস্তা থেকে পড়ে ১৯ জন নিহত হয়। সরকারি তথ্য অনুসারে, প্রায় ১ কোটি ২০ লাখ বাসিন্দার দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১ হাজার ৪০০ জন মারা যায়।

 

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *