উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানো দুই যুবক আটক

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরায় সড়কে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুই যুবক। তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ভিডিওতে দেখা যায়, ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে দুই যুবক। এ সময় তাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছেন ওই নারী। ঘটনার একপর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আটক হওয়া দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *