ইউক্রেইন যুদ্ধ থামানোর সক্ষমতা শুধু ট্রাম্পের আছে’

ডেস্ক রিপোর্ট :
সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও দাবি করেছেন, একমাত্র প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ বন্ধ করা সম্ভব। যদিও পুতিনের সাথে একটি মাত্র ফোন কল বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয় বলেও মনে করেন তিনি। রবিবার সিবিএস নিউযের এক সাক্ষাৎকারে রুবিও আরো জানান, অ্যামেরিকার হস্তক্ষেপে হামাস-ইযরায়েলের মধ্যে জিম্মি বিনিময় দ্রুত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

সফরে ব্যস্ত দিন শেষে সিবিএস নিউযের সাথে কথা বলে গাযা পরিস্থিতি ও দ্রুত জিম্মি বিনিময়ের বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র সাথে ইতিবাচক আলোচনা হয়েছে তার। তবে জিম্মিদের সুরক্ষায় প্রক্রিয়াটি নিয়ে খোলামেলা তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকলেন স্টেইট সেক্রেটারি।

এদিকে, ইরানে ইযরায়েলের আক্রমণ প্রসঙ্গে করা প্রশ্নে কথা বলতে আপত্তি জানান মার্কো রুবিও। তিনি বলেন, ইযরায়েলের অভ্যন্তরীণ সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলতে রাজি নন তিনি। তবে, তেহরানের পক্ষ থেকেও ওয়াশিংটন ডিসি থেকে কোনো সাহায্য বা সন্ধির আগ্রহ দেখা যায়নি বলে জানান সেক্রেটারি রুবিও। তবে ইরান আগ্রহী হলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ এখনও খোলা রয়েছে বলে আশাবাদী তিনি।

এছাড়া, ইউক্রেইন সংকট মোকাবেলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের বিষয়ে করা প্রশ্নের জবাবে রুবিও বলেন, একটি মাত্র কল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট নয়। তবে, এতে করে পরবর্তি আলোচনার পথ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। একই সাথে, প্রেসিডেন্টের এমন পদক্ষেপের প্রশংসা করে রুবিও বলেন, এই যুদ্ধ থামানোর সক্ষমতা কেবল ডনাল্ড ট্রাম্পেরই রয়েছে।

এছাড়া রাশিয়ার শীর্ষ কূটনৈতিক সার্গেই লাভরভের সাথে ফোনালাপের অভিযোগটি অস্বীকার করে স্টেইট সেক্রেটারি বলেন, স্থায়ী যুদ্ধ বন্ধ হলে, মস্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে ডিসি। জেরুজালেম সফর শেষে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্টেইট সেক্রেটারির। ইউক্রেইন যুদ্ধ বন্ধে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছে সৌদিও। ফলে, আগামী সফরটিও ইতিবাচক হবে বলেই মনে করছেন, মার্কো রুবিও।

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *