বাংলাদেশ ইস্যুতে মোদিকে ইঙ্গিত করে যা বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদির কাছে ছেড়ে দিচ্ছি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকের আগে এক সাংবাদিকের প্রশ্নে এসব কথা বলেন ট্রাম্প।

এ বিষয়টি নিয়ে অবশ্য ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলেছেন, ট্রাম্প বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দেওয়ার কথা বলেননি, বরং বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের জবাব দেওয়ার বিষয়টি মোদির ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে দুই নেতা গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নও ছিল।

এ সময় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাছ করছে। সত্যি বলতে এ বিষয়ে পড়েছি। তবে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।’

পরে নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বলেন, ‘যুদ্ধের অবসানের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে আমি সমর্থন করি। বিশ্ব মনে করে, ভারত এ যুদ্ধে নিরপেক্ষ। কিন্তু আমি আবারও বলতে চাই, ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে।’

মোদি আরও বলেন, ‘যখন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছিলাম, তখন আমি বলেছি, এখন যুদ্ধের যুগ নয়। আমি আরও বলেছি, যুদ্ধক্ষেত্রে সমাধান খুঁজে পাওয়া যায় না। সমাধান তখনই সম্ভব, যখন সব পক্ষ আলোচনার টেবিলে বসে।’

এটিভি বাংলা  / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *