যে ব্লকবাস্টার সিনেমার প্রস্তাব চারবার ফেরান শাহরুখ

ডেস্ক রিপোর্ট : 
নব্বই দশকের মাঝামাঝি সময়ে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিলেন শাহরুখ খান। সেই সময়ে চারবার একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফেরান এই অভিনেতা।

বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নব্বই দশকে বড় প্রোডাকশন হাউজ একটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেয়। কিন্তু শাহরুখ খান তা প্রত্যাখান করেন। তা-ও একবার নয়, চারবার ফিরিয়ে দেন এটি। সর্বশেষ কাজটি করতে সম্মতি দেন এই ‘রোমান্স কিং’। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হয়। চারবার প্রস্তাব ফেরানো সেই সিনেমার নাম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

যশরাজ ফিল্মসের ব্যানারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা নির্মাণ করেন আদিত্য চোপড়া। এ সিনেমায় রাজ ও সিমরান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও কাজল। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২০০ কোটি রুপি।

হিসাবটা কেবল বক্স অফিসে নয়, সিনেমাটিতে শাহরুখ-কাজলের রসায়নে ডুবে যান সিনেমাপ্রেমীরাও। ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানটি আজও বিয়েবাড়িতে বাজানো হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *