পরীকে’ চাইলেন শেখ সাদী, 

ডেস্ক রিপোর্ট :

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণির ফেসবুকে একাধিকবার ভিডিওতে দেখা গেছে ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদীকে। সম্প্রতি আদালতে পরী মণির একটি মামলায় জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায় রয়েছেন।  এরপর থেকেই ওঠে পরী মণি ও সাদীর প্রেম গুঞ্জন। যদিও এসব অস্বীকার করেছেন দু‘জনই। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেছেন  শেখ সাদী। আর মনের ইচ্ছার কথা জানানোর পরই তা নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।

<span;>গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এবং অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

<span;>এ ক্যাপশন দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। সত্যিকারের পরী নাকি ডানাকাটা পরী, কার প্রেমে মগ্ন ছিলেন সাদী, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। কারণ, সাদীর সেই পোস্টে ইঙ্গিতপূর্ণ সাড়াও দিতে দেখা যায় পরী মণিকে। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘ওহ’।

<span;>এ ব্যাপারে সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।

<span;>ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। “পরি”র মতো, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি।

<span;>এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা চর্চা হচ্ছে, তখন ‘শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরী মণি। এদিন রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরী মণি না।

 

 

এটিভি বাংলা / হৃদয় pori


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *