ডেস্ক রিপোর্ট: মাত্র ৪ ঘন্টার নোটিশে নিউইয়র্ক ছেড়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ আলমগির খান আলম। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি আমেরিকানদের আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। নিউইয়র্কের ফটোগ্রাফার ও জার্নালিস্ট নেহার সিদ্দিকি এক ফেসবুক পোস্টে লেখেন মায়ের অসুস্থতার জন্য চার ঘন্টার নোটিশে বাংলাদেশে চলে গেলেন বহির বিশ্বে জনপ্রিয় প্রোমোটার আলমগীর খান আলম । মায়ের টানে দেশে ফিরে গেলেন বহির্বিশ্বের অন্যতম এবং ঢালিউড খ্যাত জনপ্রিয় প্রোমোটার আলমগীর খান আলম দেশে ফিরে গেলেন । গত ১৮ই জানুয়ারি ছিল ঢালিউডের ২৪ তম অনুষ্ঠান । প্রতিবছর ২৫ থেকে ৩০ জন শিল্পী এনে বহির্বিশ্বের এই স্বনামধন্য প্রোমোটার আমাদের প্রবাসীদের বিশেষ করে নিউইয়র্ক এবং অন্যান্য স্টেটে তিনি তার এই প্রোগ্রাম করতেন ,তার পর্যায়ে কোন প্রোমোটার এখন আসতে পারেননি , তার এই চলে যাওয়া বন্ধু মহল এবং শিল্পীদের মনে বেদনার সৃষ্টি করেছে । বিভিন্ন আপনজনরা ফোন করে তার এই চলে যাওয়ার সত্যতা যাচাই করছেন । গতকাল রাত দশটা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তার প্রিয় জায়গা গ্রাফিক্স ওয়াল্ডে দেখা গেছে । ৩০ বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে চলে গেলেন। তিনি ছিলেন একমাত্র প্রোমোটার বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের এনে বিভিন্ন স্টেটে তিনি প্রোগ্রাম করতেন । তার এই চলে যাওয়ার কারণ হিসাবে বিভিন্ন মহল আমেরিকার সার্বিক পরিস্থিতির কারণ হিসেবে মনে করছেন । তিনি ছাত্র জীবনে এদেশে আসেন এবং মধ্য বয়স পর্যন্ত এই প্রিয় শহরে নিউইয়র্কে বসবাস করতেন । তিনি একমাত্র প্রমোটার ছিলেন, যিনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সমান স্বনামধন্য শিল্পীদের এনে দর্শক এবং শ্রোতাদের মন জুগিয়েছেন ।
এদিকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন আলমগির খান আলম নিজেই। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন “আমার মমতাময়ী মা গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন l আমি গতকাল খবর পেয়ে ছুটে আসি মায়ের কাছে l সবার কাছে আমার মায়ের জন্য দোয়া প্রার্থনা করছি l”
Leave a Reply