ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহ রেলওয়েজংশন স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্র্রেনযাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক পাল জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এসময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রস্রাব করতে ৫ নাম্বার প্লাটফর্মের কাছে অন্ধকার স্থানে যান। ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল গুরুতর আহত হন।পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply