রিকশাচালকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
নিখোঁজের দুইদিন পর যশোরে বাদশা মিয়া (৬৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশে একটি ছোট গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদশা মিয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মজিদ মিয়ার ছেলে।

নিহত বাদশা মিয়ার ছেলে রাসেল জানান, তার বাবা ব্যাটারিচালিত রিকশা চালাতেন। রবিবার সকালে প্রতিদিনের মতোই তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় থানায় অভিযোগ করা হয়। এরপর সোমবার যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকা থেকে পুলিশ তার বাবার রিকশাটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে তারা জানতে পারেন যশোর-মাগুরা সড়কের পাশে তার বাবার মরদেহ পড়ে আছে। স্থানীয়রা জানিয়েছেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *