ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখনও বড় দল। কিন্তু রাজনীতিতে তারা যে ভুল করেছে তার খেসারত এখন তারা দিচ্ছে। আমরা তাদের তুচ্ছ করে দেখছি না, কারণ জনগণের চোখে কখন কার অবস্থান কোথায় যাবে তা বলা কঠিন। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। বেঠকের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক মানে আমেরিকাকে সরাসরি শত্রু বানাতে চাই না। নির্বাচনে সহায়তা করায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছি।’
মিয়ানমারের সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর যারা আত্মরক্ষার্থে পালিয়ে এসেছে তাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নিজ দেশে ফেরার বিষয়টি আন্তর্জাতিক নিয়ম মেনে প্রক্রিয়াধীন আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া জাতিসংঘ, ইইউ, চীন, ভারতসহ আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে অব্যাহত আছে।’ এ সময় তিনি নতুন করে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্য কমে গেছে।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের মনোনয়ন দেওয়ার পর শ্রম, সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী আসতে পারে। তবে মন্ত্রিসভার সদস্য বাড়ানো প্রধানমন্ত্রীর এখতিয়ার।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক রাতের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। বৈশ্বিক পরিস্থিতির কথাও ভাবতে হবে। সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে।’
Leave a Reply