স্পোর্টস ডেস্ক :
বিপিএলে হারের বৃত্তে আটকে আছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা। আজকের ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামার আগে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল ঢাকা।
এবার ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরেছে মোসাদ্দেক হোসেনের দল। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ঢাকার ব্যাটাররা। বরিশালের বোলিং তোপে ১৪৯ রানে গুটিয়ে গেছেন তারা।
বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর ঢাকার হয়ে ৩০ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অ্যালেক্স রোজ।
বিপিএলের ২৮তম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমেই দুই ওপেনারকে হারিয়েছিল ফরচুন বরিশাল। তবে দলের হাল ধরেন তিনে নামা সৌম্য সরকার ও পাঁচে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ-সৌম্যর ব্যাটে ভর করেই দুর্দান্ত ঢাকাকে ১৯০ রানের টার্গেট দিয়েছে বরিশাল।
৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ। আর শরীফুল ইসলাম তামিমকে ফিরিয়েছিলেন ব্যক্তিগত চার রানে। তিনে নামা সৌম্য ৪৮ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। আর রিয়াদ শরীফুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৪৭ বলে করেন ৭৩ রান।
ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নিয়েছেন দুইটি করে উইকেট।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply