ডেস্ক রিপোর্ট :
নোয়াখালী জেলা শহরের সোনাপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা সড়কে বাস চাপায় শিশু জান্নাতুল ফেরদাউস (৮) ও অজ্ঞাত একজন মহিলা (৬০) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় একটি বাস চাপায় এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটায় পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নিহত শিশু সদরের চর করমূল্যা এলাকার জাকের হোসেন এর মেয়ে। অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া যায়নি। বাস চাপা দিয়ে গাড়িসহ চালক পালিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করে বলেন, একটি বাস চাপায় শিশুসহ অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করার চেষ্টা চলছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply