ডেস্ক রিপোর্ট :
বরিশালের বাবুগঞ্জে স্কুলে যাওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার রাহুতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান।
নিহত ওই শিক্ষার্থী হলো অরুন্য দাস রুদ্র (৯)। সে রাহুতকাঠি গ্রামের বাসিন্দা কার্তিক দাসের ছেলে। রুদ্র উপজেলার ২৯ নম্বর উত্তর রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, স্কুলছাত্র ভ্যানের ধাক্কায় পড়ে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply